মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনকে ‘যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রদানের অনুমতি দিতে সম্মত হয়েছেন’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
উইটকফ জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কা শীর্ষ সম্মেলনে একমত হয়েছেন যে যুদ্ধ অবসানের জন্য একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা আদেশের অনুরূপ একটি নিরাপত্তা গ্যারান্টি (ধারা ৫: একজন সদস্যের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ) প্রদানের অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো কার্যকরভাবে নিরাপত্তা গ্যারান্টি প্রদানের জন্য অনুচ্ছেদ ৫-এর মতো ভাষা প্রদান করতে পারে। তাই পুতিন বলেছেন, লাল পতাকা হল ন্যাটোর স্বীকৃতি।”
পুতিন বরাবরই ন্যাটোতে ইউক্রেন যোগদানের তীব্র বিরোধিতা করে আসছেন।
উইটকফ জানান, এই বিষয়টি একটি বিকল্প হতে পারে যদি ‘ইউক্রেনীয়রা এর সাথে থাকতে পারে।’
মার্কিন বিশেষ দূত আরো জানান, আলাস্কা থেকে বাড়ি ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্টের একটি ভাল, সুনির্দিষ্ট আলোচনা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে সোমবার ওয়াশিংটনে বৈঠক ফলপ্রসূ হবে।