ক্যাম্পাস

‎বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন, অসুস্থ ৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন করেছেন শিক্ষার্থীরা। এতে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ছাত্রদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান জানান, রবিবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু হয়। রাত ১২টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের রুম্মানুল ইসলাম রাজ অসুস্থ হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তারা যেতে রাজি হননি। সেখানেই তাদের স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চলবে। 

তাদের অভিযোগ, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী এবং রেজিস্টার হারুন অর রশিদও সকাল থেকে কিছু খাননি। এতে তাদের প্রেসার বেড়ে গেছে। 

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন— জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহিদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান ও রুম্মানুল ইসলাম রাজ।

এর আগে গতকাল সন্ধ্যায় আমরণ অনশনে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের  শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে গিয়ে শেষ হয়। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেন, “আবু সাঈদের এই ক্যাম্পাসে আমাদের প্রথম কাজ ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তা আমরা ১০৮তম সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করেছি। আমরাও চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা শিক্ষার্থীরা দাবি করার আগে থেকেই কাজ শুরু করেছি। গঠনতন্ত্র ছাড়া ছাত্র সংসদের রোডম্যাপ দেওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু গেজেট অনুমোদন নেই, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। তবে ইউজিসি থেকে আমাকে নিশ্চিত করেছেন নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”