নড়াইলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়ে সাপের কামড়ে মারা গেছেন টিপু মুনসী (৪৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক।
রবিবার (১৭ আগস্ট) মধ্যরাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া টিপু মুনসী একই গ্রামের শামছেন মুনসীর ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন টিপু মুনসী। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনি। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে পার্শ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর টিপু মুনসীকে মৃত ঘোষণা করেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফা কামাল জানান, টিপু মুনসী দীর্ঘদিন ধরে নড়াইল-নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।