অর্থনীতি

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৪২টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির।

সোমবার ডিএসইতে মোট ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৯১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৫৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট বেড়ে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৫.৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

‎সিএসইতে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।