জাতীয়

তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম নন–ক্যাডার প্রার্থীরা

দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ এবং ৪৩তম বিসিএসের নামে অধিযাচিত সব পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার দা‌বি‌তে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে ‘চরম বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীবৃন্দ’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু ক‌রেন তারা।

দা‌বি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূ‌চি চালি‌য়ে যাওয়ার কথা জা‌নি‌য়ে‌ প্রার্থীরা বলেছেন, ৪৩তম বিসিএস সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নন–ক্যাডারের ইতিহাসে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তারা হতাশ। তারা বলেন, পিএসসি বারবার আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।

অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা আরো বলেন, শান্তিপূর্ণভাবে এত দিন আন্দোলন হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে। ৪৩তম বিসিএস নন–ক্যাডারের পদগুলোর দিকে শকুনের নজর পড়েছে এবং পুরোনো সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা চাচ্ছেন সরাসরি সার্কুলারের মাধ্যমে এই পদগুলো কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং নিয়োগ বাণিজ্য করা যায়। প্রধান উপদেষ্টার অফিস থেকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বললেও একটা সিন্ডিকেট এই পদগুলো দিয়ে নিয়োগ বাণিজ্য করার চেষ্টা করছে।পিএসসির মধ্যে একটা গ্রুপ রয়েছে যারা চায় না সরাসরি বিসিএস নন–ক্যাডার থেকে নিয়োগ প্রক্রিয়া হোক।

অবস্থান কর্মসূ‌চি‌তে মারুফ হোসেন, ফারুকুল ইসলাম, হাসান আজিজুল, মুইজউদ্দীন মুহিতসহ বিপুলসংখ‌্যক প্রার্থী‌ অংশ নেন।