বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাঠাগারে থাকা শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ ৪ শতাধিক বই পুড়িয়েছেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা।
সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পাঠাগার থেকে বইগুলো বের করে পুড়িয়ে ফেলেন তারা।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ বলেছেন, লাইব্রেরিতে বঙ্গবন্ধুর কিছু বই ছিল। গত ৫ আগস্টের পর ওই বইগুলো থাকার কথা না। স্যারদের কাছে শিক্ষার্থীরা জানতে চেয়েছেন, এরকম বই আছে কি না। তারা বলেছিলেন, বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরে লাইব্রেরিতে খুঁজে বইগুলো পাওয়া গেলে কলেজের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন বলেন, কলেজের চার তলার লাইব্রেরি রুম থেকে শেখ মুজিবের বিভিন্ন বইসহ চার শতাধিক বই বের করা হয়েছে। ছাত্রদলের সদস্যসহ, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বইগুলো খুঁজে বের করেন। পরে বইগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া বলেছেন, দেড় মাসের মতো সময় হয়েছে, আমি এখানে যোগ দিয়েছি। এর আগে যিনি দায়িত্বে ছিলেন, তিনি আমাকে বলেছেন, গত সরকারের ওই বইগুলো গুছিয়ে ফেলা হয়েছে। তবে, কলেজে পরীক্ষা চলায় অল্প সময়ের মধ্যে কোথায় কোন বই রাখা হয়েছে, তা সম্পূর্ণভাবে খোঁজ নিতে পারিনি। তবে জেনেছি, গত সরকারের আমলের ওই বইগুলো একত্র করে লাইব্রেরিতে আড়াল করে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা আজ লাইব্রেরিতে গিয়ে বইগুলো বের করে পুড়িয়ে ফেলেছে।