গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যার আসামি বাবু ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী শাহজাহান সিরাজী জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজিবুরকে বেকসুর খালাস দিয়েছেন।
নিহত শিশু নোমানের বাবা হাজী মোহাম্মদ আলী বলেন, ‘‘এ রায়ে আমি সন্তুষ্ট না। আমি আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম।’’ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।
হাজী মোহাম্মদ আলী গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার বাসিন্দা। নোমান ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পরও নোমান বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনেরা তাকে খুঁজতে থাকে। পর দিন গাজীপুর মহানগরীর সাঁতাইশ এলাকার একটি ময়লার স্তূপ থেকে পুলিশ নোমানের লাশ উদ্ধার করে। নোমানের বাবা জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক তোফাজ্জল হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।