দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি উদ্যোগে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মসুর ডাল ও চিনি উভয়ই আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে।
এর আওতায় ৫ লাখ টন মসুর ডাল ও ৫ লাখ টন চিনি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে আন্তর্জাতিক মান ও বিএসটিআইয়ের নির্ধারিত মান বজায় রাখতে হবে।
এ আমদানির দায়িত্ব পেয়েছে সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
সরকারের এই সিদ্ধান্তে বাজারে ডাল ও চিনির সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।