শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানিমুখী শিল্পে ব্যবহৃত কাঁচামালসহ কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধের সময়সীমা ৩৬০ দিন করা হয়েছে। আগে মূল্য পরিশোধের সময়সীমা ছিল ১৮০ দিন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। তবে, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এতদিন ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতা ঋণের (সাপ্লায়ার্স অ্যান্ড বায়ার্স ক্রেডিট) আওতায় মূল্য পরিশোধের সর্বোচ্চ সীমা ছিল ১৮০ দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এর ফলে ডলারের বাজারে চাপ কমবে। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে শিল্প খাত, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পগুলো দীর্ঘ সময়ের জন্য কাঁচামাল আমদানির অর্থ পরিশোধের সুযোগ পাবে। এতে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কিছুটা কমবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল আমদানিতে আর্থিক স্বাচ্ছন্দ্য পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।