সারা বাংলা

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন—ট্রাকচালক আমিনুল, চালকের সহকারী বাবু ও মোজাহিদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জ থেকে যমুনা সেতুর দিকে আসছে একটি তুলাবোঝাই ট্রাক। সোমবার রাতে কালিহাতির এলেঙ্গায় ওই ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পরে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।