টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরের শুরুটা দুর্দান্ত হয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের। টানা তিন ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। আজ মঙ্গলবার বিকেলে তাদের হারিয়ে দিয়েছে তিন ম্যাচে হার মানা বাংলাদেশ ‘এ’ দল।
ডারইউনে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান তোলে। জবাব দিতে নেমে নর্দার্ন টেরিটরি ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি।
এই জয়ে ৪ ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ এ দল। অন্যদিকে এই ম্যাচ হারলেও ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
বাংলাদেশের ইনিংসে আফিফ হোসেন ধ্রুব ৪০ বলে ৪টি চারে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। এছাড়া জিসান আলম ২৩ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩০ ও নাঈম শেখ ১১ বলে ৬ চারে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন।
নর্দার্ন টেরিটরির টম মেনজিস ৪ ওভারে ৪৩ রানে ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে নর্দার্ন টেরিটরির জর্ডান সিল্ক ৪টি চার ও ১ ছক্কায় ৪৮ এবং কনোর ক্যারোল ৫টি চার ও ২ ছক্কায় ৪৩ রানের ইনিংস খেললে বাকিদের ব্যর্থতায় ম্যাচ হারে। এই দুইজন ছাড়া টম অ্যান্ড্রুস ১৮ ও ক্যাডেল ম্যানমোহন করেন ১০ রান।
বল হাতে বাংলাদেশের রাকিবুল হাসান ২২ রানে ২টি, হাসান মাহমুদ ২৩ রানে ২টি ও তোফায়েল আহমেদ ২৬ রানে ২টি উইকেট নেন।
৩৫ রান ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন সোহান।