আন্তর্জাতিক

পুতিন যুদ্ধে ক্লান্ত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে ক্লান্ত। তবে তিনি আশা করেন যে, ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর দিকে এগিয়ে যাবেন পুতিন। মঙ্গলবার ট্রাম্প ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা বলেছেন।

যুদ্ধ বন্ধে পুতিনের আগ্রহের ব্যাপারে প্রশ্ন করা হলেমার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “সত্যি বলতে গেলে, আমি মনে করি না এটি কোনো সমস্যা হতে চলেছে। আমি মনে করি পুতিন এতে ক্লান্ত। আমি মনে করি তারা সবােই এতে ক্লান্ত।”

গত শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করেছিলেন ট্রাম্প। সোমবার সেই বৈঠকের বিষয়ে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি।

যুদ্ধ বন্ধে পুতিনের পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বলেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে জানতে যাচ্ছি ... এটা সম্ভব যে তিনি কোনো চুক্তি করতে চান না।”

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি যুদ্ধবিরতি না হয় তবে পুতিন ‘কঠিন পরিস্থিতির’ মুখোমুখি হতে পারেন।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্পর্ক ‘একটু ভালো’ হয়েছে। যদি তা না হতো তাহলে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজি হতেন না পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি আশা করি প্রেসিডেন্ট পুতিন ভালো হতে চলেছেন, যদি তিনি তা না করেন, তবে পরিস্থিতি কঠিন হবে। এবং আমি আশা করি ...প্রেসিডেন্ট জেলেনস্কি যা করার তা করবেন। তাকেও কিছু নমনীয়তা দেখাতে হবে।”