খেলাধুলা

নেদারল‌্যান্ডসের বিপক্ষে মিরাজের ‘ছুটি’ 

পারিবারিক কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ। ছুটি চেয়েছেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার জামাল বাবু। তিনি জানিয়েছেন, মিরাজ পারিবারিক কারণে ছুটি নিয়েছেন এবং বোর্ড তার ছুটির আবেদন গ্রহণ করেছে।

সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের দলে তাকে পাওয়া যাবে।

নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ও স্কিল ক‌্যাম্প করতে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ‌্যা সাড়ে ৭টায় বাংলাদেশ দল সিলেটের উদ্দেশ‌্যে রওনা দিয়েছে। এশিয়া কাপের প্রিলিমিনারি দলে রয়েছেন তিনি। নেদারল‌্যান্ডসের বিপক্ষেও তার থাকার কথা ছিল। কিন্তু ছুটি নেওয়ায় তাকে বাদেই দল ঘোষণা করবেন নির্বাচকরা।

এশিয়া কাপের জন‌্য পাকিস্তান সোমবার (১৮ আগস্ট) ও ভারত আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দল ঘোষণা করেছে। এসিসি ২২ আগস্টের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দল ঘোষণা করতে বলেছে। বাংলাদেশকেও এরই মধ‌্যে দল ঘোষণা করতে হবে।  

মিরপুরের উইকেট অনুশীলনের জন‌্য আদর্শ না হওয়াতেই সিলেটকে অনুশীলনের জন‌্য বেছে নিয়েছেন টিম ম‌্যানেজমেন্টের সদস‌্যরা। সঙ্গে নেদারল‌্যান্ডসের সঙ্গে তিনটি ম‌্যাচ সেখানেই খেলবে বলে আগেভাগেই চলে যাচ্ছে দল। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম‌্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম‌্যাচ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।