আন্তর্জাতিক

বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, নিহত ৭১ 

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ শিশুসহ ৭১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ইরান থেকে আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

পুলিশ জানিয়েছে, ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটি সীমান্ত শহর ইসলাম কালা থেকে রাজধানী কাবুলের উদ্দেশে যাচ্ছিল।

প্রাদেশিক মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি এবং প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, বাসের সব যাত্রী ইরান থেকে আসছিল। 

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন, নিহতরা ইরান থেকে বিতারিত আফগান নাগরিক।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশ বাসের যাত্রী। এছাড়া, ট্রাকে থাকা দুই জন ও মোটরসাইকেলে থাকা আরো দুই জন  নিহত হন। 

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা যেন নিয়মিত ঘটনা। যুদ্ধবিধ্বস্ত সড়ক, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকে এর জন্য দায়ী করেন বিশেষজ্ঞরা। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফেরত এসেছেন। তেহরান সরকার অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে ৬ জুলাই পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল। ফলে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করছে।

এ পরিস্থিতি আফগানিস্তানের জন্য নতুন সংকট তৈরি করেছে। জাতিসংঘের তথ্যমতে, শুধু এ বছরেই ১৪ লাখের বেশি মানুষ আফগানিস্তানে ফিরেছেন।