ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডের একটি কাউন্টারে হামলার প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ রাখার ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ এবং এ অঞ্চলের অন্য রুটে বাস চলাচল শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের পর (১৯ আগস্ট) রাত ১০টার দিকে বাস চলাচল শুরু হয় বলে জানান ময়মনসিংহ জেলা মোটর মালিক সভাপতি আলমগীর মাহমুদ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইডেট পরিবহনের টিকিট কাউন্টার গতকাল মঙ্গলবার ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুপুর ১টার দিকে ঢাকাগামী বাস এবং বিকেল ৪টার পর থেকে আন্তঃজেলা সব বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
বাস চলাচল বন্ধের ঘটনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোণা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জ রুটে বাস চলাচল শুরু হয়।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “দুপুর ১টার দিকে মাসকান্দা কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শ্রমিকরা বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ করে দেন। রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি, কমিটির তদন্তে প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে।”