ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রতীকী এই কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু আন্দোলনে নেতৃত্ব দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুর রহমান, সদস্য সৌরভ হোসেন রায়হান, মো. মেহেদী হাসান, আসিফ সাকিব, মো. ওয়ালিদসহ হাসপাতালের আশপাশের স্থানীয় বাসিন্দারা।
আন্দোলনকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের প্রধান প্রবেশ পথে পানি জমে যায়। যা রোগী এবং তাদের স্বজনদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায। জলাবদ্ধতার কারণে জরুরি রোগী পরিবহনে ঝুঁকি তৈরি হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
তারা আরো জানান, এটি কোনো সাধারণ সমস্যা নয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না। তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতি অবিলম্বে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মাছ ছেড়ে প্রতিবাদ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় জলাবদ্ধতা সমস্যা নিয়ে এলাকায় আলোচনা তুঙ্গে। অনেকেই সৃজনশীল প্রতিবাদের প্রশংসা করছেন এবং কর্তৃপক্ষকে হাসপাতালের সামনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।