পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৬ আগস্ট দুপুর ৩টায় ইসলামী ব্যাংক বাংলাদেশের এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে প্রতিবেদনটি অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।