ভালোবেসে ঘর বেঁধেছেন জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তারপর কেটে গেছে প্রায় তিন দশক। স্ত্রী-সন্তানদের নিয়ে দারুণ সময় পার করছেন দাপুটে এই অভিনেতা। কিন্তু মিডিয়ায় পাড়ায় কান পাতলে শোনা যায়, দাম্পত্য জীবনে ভালো নেই তারা।
একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। এ আলাপচারিতায় দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি। সব ফিসফাস উড়িয়ে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়।”
স্ত্রী ও সন্তানদের সঙ্গে জাহিদ হাসান
মৌয়ের আন্তরিকতা ও ভালোবাসায় আপ্লুত জাহিদ হাসান। তার ভাষায়, “মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনো ইগোর সংঘাত হয় না। কারণ সে আমার চেয়ে ভালো মনের মানুষ।”
ব্যক্তিজীবনের কোনো কিছু স্ত্রী মৌয়ের কাছে আড়াল করেন না জাহিদ হাসান। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটি নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ মৌ বলল, ‘এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো।’ দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।”
১৯৯৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহিদ হাসান ও মৌ। এ সংসার আলো করে জন্ম নিয়েছে দুই সন্তান। কন্যার নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা, পুত্রের নাম জারিফ জাহিদ সাইম।