পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। রবীন্দ্রসংগীত কিংবা আধুনিক—সব গানেই মেধার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই শিল্পী। এই গান কিংবা সিনেমার মতো ইমনের জীবনেও রয়েছে প্রাক্তন। সেই প্রাক্তনদের নিয়ে খোলামেলা কথা বললেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন ইমন চক্রবর্তী। এ আলাপচারিতায় গায়িকা বলেন, “প্রত্যেকটা প্রেম থেকে অনেক কিছু শিখেছি। আমি বিবর্তিত হতে হতে গিয়েছি। যখন কোনো নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম, তা হতে আমাকে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা ক্রেটিড তাদেরকে দেব। প্রতিটা জিনিসে ভালো খারাপ রয়েছে। একটা সম্পর্কে দুজন দম বন্ধ করে থাকার চেয়ে আমার মনে হয় মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানো অনেক ভালো। যারা আমার জীবনে এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ।”
খানিকটা ব্যাখ্যা করে ইমন চক্রবর্তী বলেন, “তারা সকলেই যেহেতু সংগীত জগতের মানুষ সবার গান শোনা একেক রকমের, তাদের গান নিয়ে চিন্তা-ভাবনা একেক রকমের, জীবনদর্শন একেকজনের একেক রকমের। ফলে আমি সবটা দেখেছি, বুঝেছি, আর সৌভাগ্যবশত, সংগীত জগতের মানুষ হিসেবে তাদের সঙ্গে থেকে নিজে গানের ক্ষেত্রেও অনেক বিবর্তিত হয়েছি।”
প্রাক্তন প্রেমিকদের মঙ্গল কামনা করে ইমন চক্রবর্তী বলেন, “তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও খুব ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে আমার জীবনে ভালো আছি, খুশি আছি। আমরা সবাই যাতে সুস্থভাবে থাকতে পারি সেটাই চাওয়া।”
ইমনের জীবনের অন্যতম চর্চিত প্রেমিক শোভন গাঙ্গুলি। গায়িকার চেয়ে শোভন বয়সে ছোট ছিলেন। তাছাড়াও পারিবারিক ও ব্যক্তিগত কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল। সেই সময়ে এ নিয়ে আলোচনা কম হয়নি। তবে সবকিছুর ইতি টেনে নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার বেঁধেছেন এই গায়িকা।