চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ৬ ভারতীয়কে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম রাইজিংবিডিকে জানিয়েছেন, গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে (ছয় ভারতীয়) বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। সেখান থেকে তারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
আটক ব্যক্তিরা হলেন—পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের সন্তান মো. সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।