বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলার টিকিট পাওয়া বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রস্তুতিতে ক্রুটি আছে কিনা সেটা বিরাট প্রশ্নের। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যেভাবে আজ বললেন তাতে ত্রুটি থাকার কথা নয়, ‘‘বাছাই পর্ব খেলার পর লম্বা সময় ধরে ক্যাম্প করে যাচ্ছি। ভিন্ন ভিন্ন ভেন্যুতে ক্যাম্প করেছি। বিশেষ করে শেষ যেই ক্যাম্প করেছি সিলেটে সেখানে কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখন এখানে খেলছি। এছাড়া আন্তর্জাতিক একটি সিরিজ খেললে ভালো হতো। কিন্তু বিসিবি চেষ্টা করেছিল। হয়নি আর কি।’’
নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে ২৩ সেপ্টেম্বর যাবে ভারতে। এর আগে তাদের প্রস্তুতির সুযোগ দিতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে ম্যাচ আয়োজন করেছে বিসিবি। বিকেএসপিতে প্রথম ম্যাচে নারী ক্রিকেটাররা প্রত্যাশিত জয় পেলেও আজ দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৫ দল নারীদের হারিয়ে চমকে দিয়েছে সবাইকে।
ব্যাটিং ব্যর্থতার ছবিই ফুটে উঠেছে প্রবলভাবে। আগে ব্যাটিংয়ে নেমে অনূর্ধ্ব-১৫ দল ৮ উইকেটে ১৮১ রান করে। জবাবে নারী দল গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। ৮৭ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করেন জ্যোতি, ফাহিমারা।
ব্যাটিংয়ে নারী ক্রিকেটারদের মধ্যে ভালো করতে পারেননি কেউ। বিশের ঘর ছুঁয়েছেন কেবল শারমীন সুলতানা। এছাড়া ইশামা তানজিম ১৬, সুমাইয়া আক্তার ১৫ ও রিতু মনি ১১ রান করেন।
অনূর্ধ্ব-১৯ দলের আলিমুল ইসলাম আদিব ৮ ওভারে ২ মেডেনে ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান। এর আগে ব্যাটিংয়ে তাদের হয়ে লড়াই করেন অধিনায়ক বায়জেদ বোস্তামি (৪৬) ও আফজাল হোসেন (৪৪)।
নারী ক্রিকেটারদের বোলিংও তেমন যুৎসই হয়নি। ২টি করে উইকেট নেন সুমনা ও মেঘলা।