নবজাতকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আর-রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেড নবজাতকদের জন্য বিনামূল্যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) সেবা চালু করেছে।
প্রতিসপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবজাতকেরা এই ইপিআই সেবা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদন ও সহযোগিতায় এ সেবা কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক গোলাম সরোয়ার লিটন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শামছুল আরেফিন আবদুল্লাহ।
ইপিআই হলো একটি আন্তর্জাতিকভাবে পরিচিত টিকা প্রোগ্রাম, যার লক্ষ্য শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আর-রাহা হসপিটাল সর্বদা মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।