সারা বাংলা

বাস টার্মিনাল সংস্কারের দাবিতে এবি পার্টির মানববন্ধন

পটুয়াখালী বাস-টার্মিনালে যাত্রী দুর্ভোগ লাঘোব ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে বাস-টার্মিনালের অভ্যন্তরে বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান ও মুসফিকুর রহমান মনিরসহ সদস্যরা।

মানববন্ধনে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওহাব মিনার বলেন, “সামান্য বৃষ্টিতে কাঁদা পানিতে একাকার হয়ে যায় বাস টার্মিনালের সড়কসহ সব স্থান। দীর্ঘ ১০ বছর ধরে এমন দুরাবস্থার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তাই দ্রুত সময়ের মধ্যে বাসটার্মিলটি সংস্কার কিংবা পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি।”

এবি পার্টির পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন বলেন, “আমাদের জানামতে ২০০৩ সালে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ২ একর জমির ওপর বাস টার্মিনাল নির্মাণ করেছিল এলজিইডি। পরে তারা এটি পৌরসভার কাছে হস্তান্তর করে। পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের নামে কয়েক দফা এই টার্মিনালে কিছু ইট ফেলেছিল। বর্তমানে বাস টার্মিনালটি একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত যাত্রীসহ বাস শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনাল সংস্কার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন, “আমরা ইতিমধ্যে বাস টার্মিনালের একটা অংশ মেরামত করেছি। অন্য অংশ বৃষ্টির কারণে মেরামত করা যাচ্ছে না। আর আন্তর্জাতিকমানের বাস টার্মিনাল নির্মাণের লক্ষে ডিপিপিতে ২৩ কোটি টাকা অনুমোদন হয়েছে। আশা করছি ডিজাইন শেষ হলে আগমী ৬ মাসের মধ্যে নতুন করে কাজ শুরু করা যাবে।”