সারা বাংলা

ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীমের কক্ষে তালা দিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে, সে সময় চেয়ারম্যান নিজ কক্ষে ছিলেন না। পরে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন সোহাগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলিমুদ্দিন প্রমুখ।

তারা অভিযোগ করেন, বাবুল আহসান কবির শামীম নৌকা প্রতীকে নির্বাচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার কক্ষে তালা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, ‘‘চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার বিষয়টি জেনেছি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’’