সারা বাংলা

চার্জারের লোভে চার বন্ধুর হাতে বন্ধু খুন 

নিখোঁজের পাঁচ দিন পর ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সন্তোষের ছেলে রাহুল রায় (২০), একই এলাকার আবু তাহেরের ছেলে মাহাবুব (৩২), হরিহরপুর এলাকার মদন আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫) এবং আবুল কাশেমের ছেলে বিপ্লব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার হরিহরপুর এলাকা থেকে মোহাম্মদ রাকিবের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ বলেন, ‘‘আমরা একটি নিখোঁজ মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। পরে সন্দেহজনক মনে হওয়ায় রাকিবের দুই বন্ধুকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করেছি।’’

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, বন্ধুর অটো চার্জার ব্যাটারি চুরি করতেই চার বন্ধু মিলে রাকিবকে হত্যা করা হয়েছে। 

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান জানান, এটি সুপরিকল্পিক হত্যাকাণ্ড। প্রথমে রাকিবের পরিবার থানায় অপহরণ মামলা করেন। এখন এটি হত্যা মামলা হবে।