আন্তর্জাতিক

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। সেখানে পিয়ংইয়ংয়ের নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘অঘোষিত’ সিনপুং-ডং ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটিটি চীনা সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত। উত্তর পিয়ংগান প্রদেশের এই স্থাপনায় সম্ভবত ছয় থেকে নয়টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের উৎক্ষেপক রয়েছে। অস্ত্রগুলো ‘পূর্ব এশিয়া এবং মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি।’

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি জোরদার করেছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি দেশটির পারমাণবিক সক্ষমতার ‘দ্রুত সম্প্রসারণের’ আহ্বান জানিয়েছেন।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে, চীন সীমান্তের কাছের ঘাঁটিটি প্রায় “১৫-২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন, রক্ষণাবেক্ষণ, সহায়তা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং ওয়ারহেড সংরক্ষণের সুবিধাগুলোর মধ্যে একটি যা উত্তর কোরিয়া কখনো প্রকাশ করেনি।”

এতে আরো বলা হয়েছে, “এই স্থাপনাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে পূর্বে পরিচালিত কোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার বিষয় ছিল বলে জানা যায়নি।”