জাতীয়

অফিসিয়াল পাসপোর্টে বাংলাদেশ-পাকিস্তান সফর, লাগবে না ভিসা

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। এবার দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভ্রমণে ভিসা লাগবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ‘ভিসা অব্যাহতি চুক্তির’ খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়, চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ভারতসহ এরইমধ্যে ৩১টি দেশের সঙ্গে আমাদের এ ধরনের চুক্তি রয়েছে। এখন সেই তালিকায় পাকিস্তানও যুক্ত হলো।”

তিনি আরো বলেন, “শুধুমাত্র অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরাই এই সুবিধা ভোগ করবেন।”

বৈঠকে এছাড়াও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ১০টি কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।

এদিকে, পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।