গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের বাসা থেকে কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে জেলা শহরের বকুলতলা সড়কের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর জানান, তিনি কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। রাতে যৌথ বাহিনী গিয়ে তার বাসা তল্লাশি করে। এ সময় মাত্র তিন মিনিটের মাথায় তার মায়ের ঘরের কমোডের মধ্য থেকে কালো বস্তু দিয়ে মোড়ানো একটি পাইপ গান উদ্ধার করেন। এ বিষয়টিকে তিনি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফাকুজ্জামান বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি, বিষয়টি আমি শুনেছি। এটি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার পর এ বিষয়ে মন্তব্য করব।”
ওসি সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার হয়। উদ্ধারকৃত কার্তুজসহ পাইপ গানটি থানায় আনা হয়েছে। অভিযানের সময় ডা. কে এম বাবর বাসায় ছিলেন না।