সারা বাংলা

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) পরিচয়দানকারী আরাফাত হোসাইন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এনএসআই লোগো সম্বলিত একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। 

আটক আরাফাত হোসাইন সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক যুবক তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায় পাড়া) গ্রামের সাধন বিশ্বাসের ছেলে। তিনি ধর্মান্তরিত হয়েছেন। পূর্বে তার নাম ছিলো টিটুল বিশ্বাস। ২০২৩ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম দেওয়া হয় আরাফাত হোসাইন। পরে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের রুহুল আমিনের মেয়ে তামান্নাকে বিয়ে করেন। 

তিনি বিভিন্ন সময়ে এনএসআইতে চাকরি দেওয়ার কথা বলে মেয়েটির পরিবার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এ তথ্য পেয়ে সুনামগঞ্জের এনএসআই ইনচার্জের সার্বিক তত্ত্বাবধান ও তাহিরপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, ‍“ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। এই যুবক যে মেয়েকে বিয়ে করেছেন, তাদের পরিবারের লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। এখন মেয়ের ভাই বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”