সারা বাংলা

হাতিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে লোকমান হোসেন (৩৫)  নামে এক  যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট)  রাতে উপজেলার জাহাজমারা বাজারে লোকমানকে বেঁধে কয়েকজন পিটুনি দেয়। পরে তার মৃত্যু হয়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ‌আজমল হুদা জানান, চোর সন্দেহে দুইজনকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা অবস্থায় পায়। তাদের বাধন খুলে দেয়া হয়। পরে লোকমান ঘটনাস্থলে মারা যায়।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লোকমানকে লোহার রড় দিয়ে হাতে ও পিঠে আঘাত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

নিহত লোকমানের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী ছিলেন। আটক তারেক আজিজ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী লোকমান ও মোস্তাফিজুর রহমান জাহাজমারা ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্রাব রয়ে যায়। তারা স্ক্রাবগুলো উপজেলার চরহিয়া গ্রামের আসাদ নগর ত্রিমোহনীর ভাঙারি দোকানে বিক্রি করেন।  

বৃহস্পতিবার রাতে তারা তাদের বিক্রি করা মালের ওজন জানতে আবার ভাঙারি দোকানে যায়। সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রী তারেক আজিজসহ তিনজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে তাদের ভয়ভীতি দেখিয়ে বেঁধে মারধর করেন। একপর্যায়ে লোকমানকে লোহার রড় দিয়ে হাতে ও পিঠে আঘাত করে।