প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি কুড়ান অভিনেতা স্বাধীন খসরু। বহুদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। কেবল তাই নয়, দীর্ঘ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।
গতকাল ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন স্বাধীন খসরু। তাতে সমকালীন রাষ্ট্রব্যবস্থা ও রাজনীতি নিয়ে সমালোচনা করতে গিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন; যা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো তোপের মুখে পড়েছেন এই অভিনেতা। অনেকে তাকে ‘ছোটলোক’ বলেও মন্তব্য করেছেন।
শোবিজ অঙ্গনের অনেক তারকাই স্বাধীন খসরুর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ছোট পর্দার অভিনেতা আরশ খান তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যদিও তাতে কারো নাম উল্লেখ করেননি।
আরশ খান লেখেন, “রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার নূন্যতম বোধ থাকাটা জরুরি। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।”
এ ধরনের মন্তব্য শিল্পী সমাজকে ছোট করে বলে মনে করেন আরশ খান। তার মতে, “এ ধরনের নোংরা অভিব্যক্তির জন্য পুরো শিল্পগোষ্ঠী ছোট হয়। আমরা কারণে অকারণে ছোট হই। নিজেকে ছোট করার প্রতিযোগিতায় পুরো একটা সমাজকে ছোট করবেন না।”
অভিনেত্রী এলিনা শাম্মীও বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেত্রী লেখেন, “স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী (তাকে আর শিল্পী ভাবি না) একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে। এর মধ্য দিয়ে তার বীভৎস চেহারা আর নোংরা মানসিকতাটা প্রকটভাবে প্রকাশিত হলো। স্বাধীন, আপনি আসলে কোনো শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আপনাকে ছি...।”
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারও সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে খায়রুল বাসার লেখেন, “একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। যারা এমন করেন তারা বোধসম্পন্ন মানুষই না! অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় পরিমিত ও সংযত হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।”
তারকাদের মতো নেটিজেনরাও ক্ষোভ প্রকাশ করেছেন। মোহাম্মদ আজম খান লেখেন, “প্রমাণ হয়ে গেল হবিগঞ্জে ভালো মানুষ হয় না। তাহলে এমন ভাষায় সমালোচনা শুনতাম না।” শরীফুল ইসলাম লেখেন, “মানুষের নৈতিকতা ও মূল্যবোধ যখন ধ্বংস হয়, তখন সে যা খুশি তাই বলতে থাকে।” ওবায়দুল লেখেন, “এমন ছোট মানসিকতার মন্তব্য আপনার কাছ থেকে প্রত্যাশা করিনি।”
নাহিদুর রহমান লেখেন, “হুমায়ূন আহমেদের নাটক দেখে আপনাকে যে আসনে বসিয়েছিলাম, সেটার যোগ্য আপনি না। সমালোচনা করাই যায়। কিন্তু আপনি এত নোংরা এত অশ্লীল। ছি!” মিলু নামে একজন লেখেন, “তুই নতুন এক দেশ প্রেমিক অইছত রে খস্রু। ১৭ বছর জাতীয় বড় আপায় আর ছোট আপায় কত আকাম কু-কাম খরলা ইতা নিয়া কোনো মাত মাতিলে না। এখন আইছত হবিগঞ্জি আপারে নিয়া।”
এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে খসরুর কমেন্ট বক্সে। তাকে নিয়ে সমালোচনার আগুন সময়ের সঙ্গে আরো ছড়ালেও এ নিয়ে ভ্রুক্ষেপ নেই এই অভিনেতার। অন্তত তার অন্যান্য ফেসবুক পোস্ট থেকে এমনটাই ধারণা করা যায়।