সারা বাংলা

উলিপুরে নৌকা থেকে পড়ে গরু ব্যবসায়ী নি‌খোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র ন‌দে নৌকা থে‌কে প‌ড়ে নুর মোহাম্মদ (৪০) নামের এক গরু ব‌্যবসায়ী নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সা‌হে‌বের আলগা ইউনিয়নের কা‌জিয়ার চ‌রে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও নি‌খোঁজ গরু ব্যবসায়ীর সন্ধান মেলেনি।

নুর মোহাম্মদ উপজেলা কামালখামার এলাকার জহুরুল হ‌কের ছে‌লে। নামা‌জের চর তদন্ত কেন্দ্র পু‌লিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপ-প‌রিদর্শক) জাহাঙ্গীর ক‌বির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ গরু ব্যবসায়ীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।’’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার দুপু‌রে উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের কা‌শেমবাজার ঘাট থেকে ২০-২৫ জন গরু ব‌্যবসায়ী এক‌টি নৌকায় সীমান্তবর্তী সা‌হে‌বের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজা‌রের উদ্দেশে রওনা দেন। নৌকা‌টি কা‌জিয়ার চর এলাকায় পৌঁছ‌লে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় প্রস্রাব কর‌তে ব‌সেন। এ সময় নৌকা থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হন তি‌নি।