খেলাধুলা

ভারতের কাছে হোঁচট খেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারল না বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও ভারতের বিপক্ষে খেলতে নেমে লাল-সবুজ শিবিরকে খুঁজে ফিরতে হলো গোলমুখ। চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে অর্পিতা বিশ্বাসের দল।

ম্যাচের শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারত। ১৪তম মিনিটেই পার্ল ফার্নান্দেসের দারুণ শটে এগিয়ে যায় তারা। গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে বারবার ব্যর্থ হয় ফিনিশিংয়ে। প্রথমার্ধে উচ্চ লাইন ডিফেন্সে খেললেও ভারতীয় আক্রমণ সামলাতে গিয়ে একাধিকবার বিপদে পড়ে গোলরক্ষক ইয়ারজান ও রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনলেও বাংলাদেশকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেনি কোনো ফরোয়ার্ড। উল্টো ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বোনিফিলিয়া শুল্লাই দ্বিতীয় গোলটি করে ভারতের জয় নিশ্চিত করেন।

ভারত তাদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল। আজকের জয় তাদের সেই ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করল। অন্যদিকে বাংলাদেশ, যারা প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল, ভারতের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান স্বীকার করেন দলের কিছু ভুল ছিল, “ভারতের মান খুবই উচ্চস্তরের। আমরা বেশ কিছু জায়গায় ভুল করেছি, সেগুলো পরের ম্যাচে সংশোধনের চেষ্টা করব।”

আগামী ২৪ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই অর্পিতা বিশ্বাসের দলের জন্য।