রাজনীতি

রাজধানী‌তে জা‌কের পার্টির সভা অনুষ্ঠিত

ঢাকার রূপনগরে জাকের পার্টি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সলের জন্মদিন উপলক্ষে রূপনগরস্থ ইস্টার্ন হাউজিংয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে।

তারা বলেন, ডক্টর সায়েম আমীর ফয়সল একজন মেধাবী, দেশপ্রেমিক তরুণ নেতা। তিনি একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক এবং উদ্যোক্তা। এই নেতা দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে। 

মিলাদ মাহ‌ফিল শে‌ষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত হয়। সভায় ঢাকা-১৬ আসনে জাকের পার্টির সাবেক এমপি প্রার্থী আলী আহমেদ, ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু, জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ওমর ফারুক ভূঁইঞা শুভসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।