‘এসো এক হই, অধিকারের কথা কই’ এবং ‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখা কর্তৃক আয়োজিত এই সভায় প্রবাসীদের ভোটাধিকার ও সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে জোর দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সভাপতি আ ক ম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মো. আমান উল্যাহ আমান এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্র বৃত্তি কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান ইকবাল।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি ও শেখ নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ ও মো. মুস্তাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্ন ধারা আবাসন কুয়েতের সভাপতি এম এ জলিল এবং রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সহ-সভাপতি আমির হোসেন মজুমদার ও সেক্রেটারি আবু তারেক।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার কবীর হোসেন এবং সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন।
বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের কথা তুলে ধরে বলেন, “তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। অথচ এই প্রবাসীরা দেশের মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত।”
সেসময় তারা সরকারকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সংসদে তাদের জন্য আসন বরাদ্দ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তারা প্রবাসীদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং এই সমস্যাগুলো সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে সরকার প্রবাসীদের এই যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।