আন্তর্জাতিক

পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করলো হোয়াইট হাউস

ইরানের উপর আমেরিকান হামলার প্রভাব মূল্যায়নের একটি প্রতিবেদনের বিরুদ্ধে হোয়াইট হাউসের তিরস্কারের কয়েক সপ্তাহ পরেই  পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ-এর প্রধানকে বরখাস্ত করা হলো। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুস আর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন না। এছাড়া আরো দুই জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকেও পেন্টাগন বরখাস্ত করেছে।

প্রতিরক্ষা বিভাগ বরখাস্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

জুন মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিআইএ-এর ফাঁস হওয়া একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছিলেন। সেখানে দেখা গেছে, ইরানের উপর হামলার ফলে তার পারমাণবিক কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গেছে। হোয়াইট হাউস সংস্থার এই মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ ঘোষণা করেছিল।

ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগোকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমে ট্রাম্পের এই ঘোষণাকে পুরোপুরি সত্য নয় আখ্যা দেওয়া হয়েছিল। এ ঘটনায় ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমকে ‘ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলির মধ্যে একটিকে অবমূল্যায়ন করার প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেছিলেন।

ওই সময়ে ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন যে প্রতিবেদনটি ‘নিম্ন গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এফবিআই ফাঁসের তদন্ত করছে।

ডিআইএ পেন্টাগনের অংশ এবং অভিযান পরিচালনার জন্য সামরিক গোয়েন্দা বিভাগে বিশেষজ্ঞ। এটি প্রচুর পরিমাণে প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, তবে সিআইএ-র মতো অন্যান্য সংস্থা থেকে এটি আলাদা।