খেলাধুলা

বিশ্বকাপ দলে চমক রুবাইয়া, সুমাইয়া ও নিশিতা

নারীদের ওয়ানডে বিশ্বকাপের জন্য শনিবার রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

বাংলাদেশের স্কোয়াডের চমক উইকেটরক্ষক ব্যাটসম্যান রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি ও টপঅর্ডার ব্যাটসম্যান সুমাইয়া আক্তার। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইসমা তানজিম।

রুবাইয়া এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেললেও আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি। ব্যাট হাতে ধারাবাহিক ও উইকেটের পেছনে দারুণ ভূমিকা পালন করায় তাকে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে। ১৭ বছর বয়সী নিশিতা স্কোয়াডে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল।

সুমাইয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন গত বছর। ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং দলের হয়ে দ্যুতি ছড়ানোয় তাকে বিশ্বকাপের নিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রায়েয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

২ অক্টোবর বাংলাদেশের মিশন শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ভারত সফর করবে নারীরা। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলা হবে গৌহাটিতে। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল‌্যান্ড।

১৩ অক্টোবর বিশাখাপত্তনমে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই মাঠে ১৬ অক্টোবর বাংলাদেশের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে। রাউন্ড রবিন লিগের শেষ দুই ম‌্যাচ হবে মুম্বাইয়ে। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

মূল প্রতিযোগিতায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একদিন পর বাংলাদেশ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

তিন নারী ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাখ্যায় বিসিবির নারী বিভাগের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘‘রুবাইয়া জায়গা অর্জন করে নিয়েছে কঠোর পরিশ্রম দিয়ে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ। রিজার্ভ কিপার ও ব্যাক আপ ওপেনার হিসেবে তাকে মূল্যবান বিকল্প হিসেবে দেখছি আমরা।”

“নিশিতার বয়স এখনো কম, তবে তার বোলিং অনেক পরিণত। সে ধারাবাহিক, চাপের মধ্যে স্থির থাকে এবং বাঁহাতি ব্যাটারদের আটকে রাখার ক্ষমতা তাকে এগিয়ে দিয়েছে। সুমাইয়া কিছুদিন ধরেই দুয়ারে কড়া নামছিল। ক্রিজ আঁকড়ে রাখা ও প্রয়োজনে সময় গতি বাড়ানোর ক্ষমতা তার আছে। তার স্কিল সেট ও ফিল্ডিং দিয়ে টপ অর্ডারে অলরাউন্ড একটি বিকল্প জোগান দিচ্ছে সে।”- যোগ করেন তিনি।