বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সালমান খানের হাত ধরে লিডিং লেডি হিসেবে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয়ে এখন ঠিক অতটাও সরব নন চল্লিশের ডেইজি। ব্যক্তিগত জীবনেও একা। এখনো বিয়ে করে থিতু হননি ‘জয় হো’ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাই-কে সাক্ষাৎকার দিয়েছেন ডেইজি শাহ। এ আলাপচারিতায় বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন—তিনি নিরাপদ ও আত্মনির্ভরশীল। সুতরাং কোনো পুরুষের প্রয়োজন নেই।
বিয়ের জন্য পরিবার থেকে চাপ দিতেন। তা স্মরণ করে ডেইজি শাহ বলেন, “বিয়ে করার জন্য আমার মা আর বোন আগে জোর করতেন। কিন্তু আমার কাকা বলতেন, ‘সে তো স্বাধীন মেয়ে। সে যখন নিজের জন্য ভালো করছে, তখন কেনই বা সে সেটেল হবে।’ আমি বিয়ে না করেও ঠিক আছি—আমার মা-ও এখন এটা মেনে নিয়েছেন। আমি এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না।”
ব্যাখ্যা করে ডেইজি শাহ বলেন, “আমার জীবনে যেসব পুরুষ এসেছে, তারা সবসময় আমার পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছে; এটা আমার একদমই পছন্দ হয়নি। এটা আরো কঠিন হয়ে উঠছে। কারণ আমি যাদের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের অনেকেই ‘শক্তিশালী নারীদের’ সহ্য করতে পারে না। তাদের মাঝে একধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আমি আমার জীবনে এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে, আর্থিকভাবে পূর্ণ হওয়ার জন্য কোনো পুরুষের দরকার নেই।”
আগের দিনে নারীদের পরিস্থিতি উল্লেখ করে ডেইজি শাহ বলেন, “আগের দিনে ‘সেটেল’ মানে ছিল, কোনো পুরুষকে বিয়ে করে আর্থিকভাবে নিরাপত্তায় থাকা এবং সন্তান নেওয়া। কিন্তু এখন দিন বদলেছে। যদিও মেট্রোপলিটন শহরের অনেক নারী এই মানসিকতা থেকে বের হয়ে এসেছে, ছোট শহরগুলোতে এখনো এমনটা দেখা যায়।”