খেলাধুলা

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় জয় পেয়েছে বাংলাদেশ। ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। এর আগে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হার মেনেছিল লাল-সবুজের জার্সিধারীরা।

আজ নেপালকে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করেছে। নেপালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে করে আরও একটি।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণ শানিয়ে খেলে একের পর এক সুযোগ তৈরি করে। কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। এ সময় থুইনুই মারমা গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটে সুরভী আকন্দ প্রীতি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর ৯০+৩ মিনিটে নেপালের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন বাংলাদেশের রিয়া।

ডাবল লেগ পদ্ধতির এবারের টুর্নামেন্টে বুধবার চতুর্থ ম্যাচে আবার নেপালের, শুক্রবার আবার ভুটানের ও আগামী রবিবার শেষ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।