নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ১০৫টি শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এর মধ্যে, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৮২টি, ‘বি’ ইউনিটে (মানবিক শাখা) ১৩টি এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য শাখা) ১০টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থীদের ভর্তি করা হবে।
ভর্তির জন্য আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তিনটি ইউনিটে মোট ৯৬৫ জন অপেক্ষমাণ প্রার্থীকে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে— ‘এ’ ইউনিটে ৬৮০ জন, ‘বি’ ইউনিটে ১৫০ জন, ‘সি’ ইউনিটে ১৩৫ জন প্রার্থী রয়েছে।
ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের আসন শূন্য থাকবে এবং সুযোগ বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।