গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের ঢাকার গুলশানের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় নিয়মিত রাস্তা বন্ধ করে জনভোগান্তির সৃষ্টি করার অভিযোগের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজীপুরের পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ করে নিজে চলাচল করেন আর জনদুর্ভোগ সৃষ্টি করেন, এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হবে।”
এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতাদের পরিচয়ও গোপন রাখা হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।
মো. নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর ১১ নভেম্বর। চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি।