কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। গত দুই বছর ধরে তিনি জামতলা বাজারের জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘‘কাজ করার সময় সাথীর ওড়না মেশিনে পেঁচিয়ে যায়। এ সময় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’