রাজনীতি

নুরু হাজি জাপার কো-চেয়ারম্যান, প্রেসিডিয়ামে আরো তিন নেতা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি তুহিনুর রহমান‌কে (নুরু হাজি) দ‌লের কো-চেয়ারম্যান করা হ‌য়ে‌ছে। এছাড়া আরো তিন নেতা‌কে দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৫ আগস্ট) দ‌লের দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ এক আদেশে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পার্টির চেয়ারম্যানের অনুমোদনক্রমে গঠনতন্ত্রের প্রদত্ত ও সাংগঠনিক ক্ষমতাবলে দ‌লের নেতা পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, কবি অধ্যক্ষ এম ইউনুস ফার্সিকে প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি দিয়েছেন।

এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে ব‌লেও জানা‌নো হ‌য়ে‌ছে।