ক্যাম্পাস

ডাকসুর ভোটার তালিকায় ছবি প্রকাশে অনিচ্ছুকদের আবেদনের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার তালিকায় থাকা ছবি নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে তা সরানোর জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে যেসব ভোটার/শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক, তাদের বুধবারের (২৭ আগস্ট) মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করার জন্য বলা হচ্ছে।

এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের প্রচারের সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছাত্রী হলগুলোতে স্ব স্ব হলের অনাবাসিক এবং অন্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রী যারা প্রার্থী, তারা ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবে।