জাতীয়

কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন 

ঢাকার কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল (৩২) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাটেরবাগ ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত চঞ্চল চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালে নিহতকে নিয়ে আসা বন্ধু তন্ময় জানান, শান্ত আগে একটি অনলাইন প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে বর্তমানে বেকার ছিলেন। রাতে কদমতলীর পাটেরবাগ ব্যাংক কলোনি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শান্ত ও চঞ্চলকে লক্ষ্য করে জুনিয়ররা ছুরিকাঘাত করে। এতে তারা রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

শান্তর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামে। তার বাবা মৃত সদর আলী। যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।”