সারা বাংলা

চট্টগ্রামে ঘরে আগুনে লেগে নারীর মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসতঘরে আগুন লেগে গীতা ঘোষ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। 

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানান, রাত আড়াইটার দিকে মোহরা মল্লর বাড়ি নামক এলাকার সেমিপাকা একটি বসতঘরে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

তিনি আরো জানান, দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।