দেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দিন দিন বাড়ছে। এবার আরও দুটি প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। নতুন যোগ হওয়া কোম্পানিগুলো নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩টি।
মঙ্গলবার (২৬ আগস্ট) তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবেশবান্ধব সনদ পাওয়া নতুন দুটি কারখানার মধ্যে রয়েছে- গাজীপুরের টঙ্গীর এ জি ড্রেসেস লিমিটেড, কারখানাটি ১০৬ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে এবং বোর্ড বাজার এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড, কারখানাটি ১০৪ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব সুবজ কারখানার মধ্যে অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে আরও দুটি কোম্পানি। নতুন যোগ হওয়া পরিবেশ বান্ধব সবুজ কারখানা নিয়ে মোট ২৬৩টি লিড প্রত্যায়িত কারখানার মধ্যে ১১১টি প্লাটিনাম রেটেড এবং ১৩৩টি গোল্ড রেটেড, সিলভার ১৫টি এবং সার্টিফাইড ৪টি কারখানা।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।
লিড সনদপত্রের জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়, এর জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রয়োজন। লিড প্রত্যয়িত হওয়ার জন্য বাংলাদেশের আরও ৫০০টি কারখানা প্রক্রিয়াধীন রয়েছে।