ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু, প্রশাসনের সতর্কতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। নির্বাচনের তফসিল অনুসারে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

এদিকে, সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর সব প্রার্থীকে আমন্ত্রণ জানিয়ে নির্বাচনী আচরণবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সভায় ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কাজী মারুফুল হক বলেন, “একটি জরুরি বিষয় আপনাদের জানানোর জন্য আজ এখানে আসা—ডাকসু বিষয়ে কিছু সতর্কতা জানাতে এসেছি।”

তিনি বলেন, “ডাকসু আমাদের এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটি। আমাদের মূল কাজ পড়াশোনা। ডাকসুর প্রচার-প্রচারণার ক্ষেত্রে পাঠ কার্যক্রম, গবেষণা, সেমিনার যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এটা খুবই কঠোরভাবে দেখা হবে।”

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি আরো বলেন, “জুলাই আন্দোলন হয়েছে বলেই আজ আমরা এখানে এই উদ্দেশ্যে সমবেত হতে পেরেছি। কোনোভাবেই জুলাই নিয়ে কটাক্ষ করে বা অসম্মান করে কোনো প্রচারণা চালানো যাবে না।”

রিটার্নিং অফিসার বলেন, “মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বার্থ সবার আগে। কোনো প্রার্থী মুক্তিযুদ্ধকে অসম্মান করে প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে। এটি অমার্জনীয় এবং এর জন্য বিধিবদ্ধ শাস্তি প্রয়োগ করা হবে।”

রিটার্নিং অফিসার সতর্ক করে বলেন, “ডাকসুর প্রচার-প্রচারণা চালানোর সময় হলের রিটার্নিং অফিসাররা আপনাদের শিক্ষক। কোনো ধরনের বেয়াদবি বরদাশত করা হবে না, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।”

অনলাইনে কারও প্রতি কোনো হেট স্পিচ বা অসম্মানজনক বক্তব্য বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন কাজী মারুফুল হক।