ক্যাম্পাস

গকসু নির্বাচন: প্রথম দিনে ১৩ মনোনয়ন ফরম বিতরণ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ১৩টি ফরম বিতরণ হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান।

তিনি বলেন, “১১টি পদের বিপরীতে এদিন ১৩টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি পদে তিনটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সাধারণ সম্পাদক পদে দুইটি, কোষাধ্যক্ষ পদে একটি, ক্রীড়া সম্পাদক পদে একটি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে একটি, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুইটি এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে একটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।”

তবে সহ-ক্রিড়া সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য (অনুষদ প্রতিনিধি) পদে এখনো কেউ ফরম সংগ্রহ করেননি।

প্রধান রিটার্নিং অফিসার জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।