সম্পূরক বৃত্তি, জকসু নীতিমালা প্রণয়ন এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দুই দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে চলমান এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিতি দেখা যায়।
এ সময় তারা ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’, ‘ভিসি স্যার শুনছেন নাকি, আমরা এখানে বসে গেছি’, ‘হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও’, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘বৃত্তি আমার অধিকার, মুখে দেওয়ার সাধ্য কার’, ‘আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “সিন্ডিকেট শুধু জকসু সংবিধি প্রণয়নের একটি ধাপ। সিন্ডিকেটে কী সিদ্ধান্ত আসছে তা জেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তবে সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।”
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আমরা জেনেছি প্রশাসন সিন্ডিকেট বৈঠকের ডাক দিয়েছে। সেখানকার সিদ্ধান্তের ওপর নির্ভর করেই আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”